খুলনায় পেট্রোলবোমাসহ ৫ শিবির নেতা আটক: ১৪ দলসহ বিভিন্ন সংগঠনের মানববন্ধন

খুলনা থেকে প্রতিনিধি: বিএনপি জোটের ডাকা দ্বিতীয় দফা ৭২ ঘণ্টা হরতারের প্রথম দিন শান্তির্পূণভাবে পালিত হয়েছে। এ দিকে শনিবার দিবাগত রাত পৌনে ৩টায় পুলিশ খুলনা আলিয়া মাদ্রাসায় অভিযান চালিয়ে পাঁচ শিবির নেতাা-কর্মীকে পেট্রোলবোমাসহ আটক করেছে।

অপর দিকে হরতালের প্রথম দিনে খুলনায় ২০ দলীয় জোটের নেতা-কর্মীদের কোথাও মিছিল সমাবশে করতে দেখা যায়নি। তবে গোপনে কয়েকটি স্থানে জোটের শরিকদল জামায়াত ও শিবিরের মিছিল সমাবেশ করেছে বলে জানা গেছে। জামায়াত ও শিবির তাদের প্রেরিত ই-মেইল বার্তায় এ খবর জানিয়েছে।

খুলনা থানা পুলিশ জানায়, শনিবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে খুলনা আলিয়া মাদ্রাসার  পুরাতন হোস্টেলের ২২০ এবং ২২২ নং কক্ষে অভিযান চালানো হয়। এসময় বেশ কিছু জিহাদি বই এবং শিবিরের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আব্দুল জব্বার সাক্ষরিত ৫০০ ও একহাজার টাকা চাঁদা আদায়ের বেশ কিছু বই উদ্ধার করা হয়।

পরে রোববার সকাল ১০টায় খুলনা সদর থানায় আটককৃতদের নিয়ে এক সংবাদ সম্মেলনে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শেখ মনিরুজ্জামান মিঠু বলেন, গ্রেফতারকৃত মো. আসাদুজ্জামান (২৩) আলিয়া মাদ্রাসা শাখা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি, আবু সালেহ, সাধারণ সম্পাদক, মো. আব্দুল ওয়াহেদ (২৩), অর্থ সম্পাদক এবং মো. ইসমাইল হোসেন (২৩) সাথী (পদবী) ও আল মামুন (২৩) কর্মী।

অতিরিক্ত পুলিশ কমিশনার আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন রোববার হরতাল-অবরোধে নাশকতার লক্ষ্যে আলীয়া মাদ্রাসায় পেট্রোলবোমা রাখা হয়েছে। মাদ্রাসার পুরাতন হোস্টেলের ২২০ এবং ২২২ নং কক্ষে খুলনা সদর থানা পুলিশ অভিযান চালিয়ে শিবিরের পাঁচ নেতাকর্মী ও চারটি পেট্রোলবোমা, জিহাদি বই, চাঁদা আদায়ের বইসহ বিভিন্ন কাগজপত্র উদ্ধার করে। এসময় আরও কয়েকজন শিবিরের নেতা কর্মীরা পালিয়ে যায়।

অপরদিকে রোববার সকালে নগরীতে খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং বিভিন্ন ব্যবসায়ী সংগঠন সংকট নিরসনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করে।
এ ছাড়া বিকেল তিনটায় নগরীতে ১৪ দল হরতাল নৈরাজ্য, অবরোধ ও মানুষ হত্যার প্রতিবাদে মানববন্ধন করে।

তার আগে বেলা ১১টায় ইসলামি আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে নগরীতে সাদা পতাকা নিয়ে মানববন্ধন করে।