জাতীয় পতাকা হাতে দেশব্যাপী ব্যবসায়ীরা রাস্তায়

কিশোরগঞ্জ থেকে মোস্তফা কামাল : দেশব্যাপী নাশকতার প্রতিবাদে কিশোরগঞ্জে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। জেলা চেম্বারের সভাপতি বাদল রহমানের সভাপতিত্বে রোববার দুপুরে শহরের স্টেশন রোডে ঘন্টাব্যাপী মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন পাবলিক প্রসিকিউটর জেলা বারের সভাপতি অ্যাডভোকেট শাহ আজিজুল হক, বড়বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি কামরুল হাসান, জেলা প্রেস ক্লাবের সভাপতি মোস্তফা কামাল, চেম্বারের পরিচালক মজিবুর রহমান বেলাল, পরিচালক শেখ ফরিদ আহমেদ, উইমেন চেম্বারের সভানেত্রী ফাতেমা জোহরা, কিশোরগঞ্জ ব্যবসায়ী সমিতির সভাপতি আমিনুল ইসলাম আশফাক প্রমুখ।

Kishoreganj (Human Chain of Chamber)-08-02-2015
কিশোরগঞ্জে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের মানববন্ধন কর্মসূচি

এসময় বক্তাগণ বলেন, হরতাল-অবরোধের নামে দেশব্যাপী ককটেল হামলা, পেট্রলবোমা হামলাসহ নাশকতা আর নৈরাজ্যে ব্যবসায়ী সম্প্রদায় অপূরণীয় ক্ষতির মুখে পড়েছে। পণ্য পরিবহন বাধাগ্রস্ত হচ্ছে, পোড়ানো হচ্ছে বাস-ট্রাক। নানা শ্রেণী-পেশার মানুষের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ১৫ লাখ পরীক্ষার্থীসহ সর্বস্তরের শিক্ষার্থী। জীবন্ত মানুষকে পুড়িয়ে মারা হচ্ছে। এর হাত থেকে দেশ ও জাতিকে রক্ষা করার লক্ষ্যে নাশকতা বন্ধ করে একটি শান্তিপূর্ণ সমাধানে উপনীত হওয়ার জন্য বক্তাগণ সরকারসহ সকল রাজনৈতিক মহলের প্রতি জোর তাগিদ দেন। সেই সঙ্গে ব্যবসায়ীদের যথাযথ নিরাপত্তা বিধানেরও দাবি জানান।

রংপুরে অবরোধ, নাশকতা, মানুষ হত্যা এবং হরতালের বিরুদ্ধে ব্যবসায়ীদের মানববন্ধন এবং  সমাবেশ  

রংপুর থেকে জয়নাল আবেদীন: বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের ডাকা লাগাতার অবরোধ, দেশব্যাপী  নৈরাজ্য, হরতালে  পেট্রোল দিয়ে মানুষ হত্যা এবং প্রতিদিন ব্যবসায়ীদের বিপুল ক্ষতির প্রতিবাদে রোববার বিভাগীয় নগরী  রংপুরে মানবন্ধন এবং সমাবেশ করেছে ব্যবসায়ীরা। রংপুর চেম্বার অব কমার্সের ব্যানারে জেলার সর্বস্তরের ব্যবসায়ী জাতীয় পতাকা হাতে নিয়ে গোটা নগরীতে মানবন্ধন করে।

বেলা ১২টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত মানবন্ধন চলাকালে বক্তারা বলেন, দেশের চালিকাশক্তি ব্যবসায়ীরা গত ১মাস থেকে ব্যবসা করতে পারছেনা। দেশের হাজার হাজার টাকার ক্ষতি হলেও সরকার কেন কঠোর পদক্ষেপ নিচ্ছেনা তা তাদের বোধগম্য হচ্ছেনা ।

Rangpur
রংপুরে মানবন্ধন এবং সমাবেশ করেছে ব্যবসায়ীরা

ব্যবসায়ী নেতারা বলেন, হয় সরকার কঠোর হবেন অন্যথায় গদি ছেড়ে দেবেন । বক্তারা আরও বলেন, অন্দোলনের নামে ২০ দলের সন্ত্রাসীরা দেশব্যাপী মানুষ হত্যা করে যাচ্ছে। হরতালে আন্দোলনের কারণে মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা বিঘিœত হচ্ছে। সন্তানদের  ভবিষ্যত অনিশ্চয়তার দিকে চলে যাচ্ছে। মানববন্ধনে আরও বক্তব্য দেন রংপুর চেম্বার সভাপতি মোস্তফা সোহরাব চৌধুরী টিটু, উইমেন চেম্বার সভাপতি আনোয়ারা ফেরদৌসী পলি, মুক্তিযোদ্ধা মোছাদ্দেক হেসেন বাবলু, সাবেক পৌর চেয়ারম্যান কাজী মোহাম্মদ জুন্নুন  আবুল কাশেম, রেজাউল ইসলাম মিলন, শাহনেওয়াজ বাবলুসহ অন্যান্য ব্যবসায়ী নেতৃবৃন্দ  ।

শেরপুরে জাতীয় পতাকা হাতে ব্যবসায়ীদের অবস্থান কর্মসূচি

শেরপুর থেকে হাকিম বাবুল: দেশজুড়ে অব্যাহত রাজনৈতিক অস্থিতিশীলতার প্রতিবাদ জানাতে জাতীয় পতাকা হাতে রাজপথে নেমেছেন শেরপুরের ব্যবসায়ীরা। নিজ নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সামনে জাতীয় পতাকা হাতে জাতীয় সংগীত গেয়ে এ প্রতিবাদ কর্মসূচিতে শামিল হয়েছেন শত শত ব্যবসায়ী।

এফবিসিসিআই‘র আহ্বানে ‘সবার উপরে দেশ’, ‘দেশ বাঁচাও, অর্থনীতি বাঁচাও’ শ্লোগানে রবিবার (৮ ফেব্রুয়ারি) দুপুর ১২ টায় শেরপুরের সর্বস্তরের ব্যবসায়ী নিজ নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সামনে জাতীয় পতাকা হাতে দাঁড়িয়ে ১৫ মিনিটব্যাপী এ প্রতীকী অবস্থান কর্মসচি পালন করে। এ সময় বিভিন্ন ব্যবসায়ী সংগঠন এবং স্থানীয় মুক্তিযোদ্ধা ও প্রগতিশীল রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দও শরিক হন।

Sherpur pic-1
জাতীয় পতাকা হাতে শেরপুরে ব্যবসায়ীদের অবস্থান কর্মসূচি

অবস্থান কর্মসূচি চলাকালে অবরোধ-হরতালের নামে নাশকতার প্রতিবাদ, অর্থনীতি ধ্বংস এবং জানমালের নিরাপত্তা ও ব্যবসার পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানিয়ে বক্তব্য রাখেন শেরপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির  সভাপতি মো. মাসুদ, সিনিয়র সহ-সভাপতি আসাদুজ্জামান রৌশন, সহ-সভাপতি আলহাজ্ব হায়দার আলী, বশিরুল ইসলাম সেলু, অজয় চক্রবর্তী জয় প্রমুখ।

রাজশাহীতে জাতীয় পতাকা হাতে ব্যবসায়ীরা রাস্তায়

রাজশাহী থেকে কাজী শাহেদ: ‘সবার ওপরে দেশ, দেশ বাঁচাও, অর্থনীতি বাঁচাও’ স্লোগানে দেশের বিরাজমান সংকটময় পরিস্থিতি থেকে উত্তরণের দাবিতে এফবিসিসিআই এর আহবানে মানববন্ধন কর্মসূচি পালন করেছে রাজশাহী চেম্বার অব কর্মাস।

রবিবার দুপুর ১২টার দিকে অলোকার মোড় চেম্বার ভবনের সামনে জাতীয় পতাকা হাতে নিয়ে রাজশাহী চেম্বার অব কমার্সের সভাপতি মনিরুজ্জামান মনির নেতৃত্বে সাধারণ ব্যবসায়ীরা মানববন্ধনে অংশ নেন।
এছাড়া নগরীর বিসিক শিল্প এলাকা মোড়, সাহেববাজার জিরোপয়েন্ট, লক্ষ্মীপুর ও তালাইমারী এলাকায় একই কর্মসূচি পালন করা হয়।