নোয়াখালী থেকে জামাল হোসেন বিষাদ: নোয়াখালী ও ফেনীতে রবিবার পিকেটারদের ছোড়া পেট্রোলবোমায় ট্রাকের হেলপার লোকমান হোসেন (২৫) ও ব্যবসায়ী রণজিৎ কর (৬০) অগ্নিদ্বগ্ধ হয়েছেন।
দ্বগ্ধ দুজনকে নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ট্রাকের হেলপার লোকমানের অবস্থা আশংকাজনক ।
পেট্রোলবোমায় দ্বগ্ধ লোকমান জানান, রবিবার ভোরে বেগমগঞ্জের বাংলাবাজার এলাকা থেকে মাল বোঝাই ট্রাক নিয়ে ফেনী যাওয়ার পথে চৌমুহনী-ফেনী সড়কের সিলোনিয়া বাজারে চলন্ত ট্রাকে পেট্রোলবোমা ছুড়ে মারে পিকেটাররা। মুহূর্তেই ট্রাক ও তার শরীরে আগুন ধরে যায়।
এ সময় চালক ট্রাকটি দ্রুত চালিয়ে নিরাপদ স্থানে নিয়ে আসে। আহত হেলপারকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। লোকমান ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার টবাদি গ্রামের ইউনুস মিয়ার ছেলে।
ব্যবসায়ী রণজিৎ কর জানান, রাতে বাড়ি যাওয়ার পথে নোয়াখালী জেলা শহরের পৌর কল্যাণ উচ্চ বিদ্যালয়ের কাছে পিকেটারদের ছোড়া পেট্রোলবোমায় তিনি আহত হন। এ সময় তার দুটি পা দ্বগ্ধ হয়। তাকে আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বাড়ি পৌর এলাকার ফকিরপুরে।