রংপুরে ৪৮ ঘন্টায় নাশকতা বন্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: ডেপুটি স্পিকার

রংপুর থেকে জয়নাল আবেদীন: জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া আল্টিমেটাম দিয়ে বলেছেন, আগামী ৪৮ ঘন্টার মধ্যে রংপুর বিভাগের সড়ক-মহাসড়কে নাশকতা বন্ধসহ সাধারণ মানুষের জানমাল নিরাপত্তার খাতিরে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। রোববার বেলা ১১টায় রংপুর মেডিকের কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে দুর্বৃত্তদের ছোড়া পেট্রোলবোমায় দগ্ধদের দেখতে গিয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

RANGPUR SPEKER PHOTO 02
রংপুরে নাশকতা বন্ধে ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার ৪৮ ঘন্টার আল্টিমেটাম

তিনি দাবি করেন, ২০ দলীয়জোট অবৈধ আন্দোলনের নামে গোটা দেশে নৈরাজ্য সৃষ্টি করেছে। বিশেষ করে উত্তরের শান্ত সৌম্য অঞ্চল রংপুরকে উত্তপ্ত করে নিরীহ মানুষকে পুড়িয়ে মারছে। তারা মানবতার বিরুদ্ধে ঘৃন্য অপরাধ করছে। এই অঞ্চলের মানুষ ও প্রশাসনকে সাথে নিয়ে এই নৈরাজ্য বন্ধ করতে বিশেষ পরিকল্পনা নেয়া হয়েছে।

এ সময় গাইবান্ধার সাংসদ মাহবুব আরা গিনি, রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. জাকির হোসেন, হাসপাতাল পরিচালক ডা. আব্দুল কাদের খান, রংপুর জেলা প্রশাসক ফরিদ আহাম্মদ এবং গাইবান্ধার জেলা প্রশাসক এহসান-ই-এলাহী সঙ্গে ছিলেন।