শেরপুর থেকে হাকিম বাবুল: শেরপুরের নকলা উপজেলার বাউশা গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে রবিবার (৮ ফেব্রুয়ারি) ভোরে আব্দুস সোবাহান ওরফে ফটিক (৪৫) খুন হয়েছে। নিহত ফটিক ওই গ্রামের মৃত নায়েব হোসেনের ছেলে। এ খুনের ঘটনায় জড়িত থাকার সন্দেহে পুলিশ দুইজনকে আটক করেছে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, রবিবার ভোর তিনটার দিকে বাউশা গ্রামের স্বর্নবালী মিয়ার ঘরে আগুন লাগলে সবার সাথে নিহত সোবাহানও আগুন নিভাতে যায়। কিন্তু স্বর্ণবালীর সাথে পূর্ব থেকে সোবাহানদের পরিবারের জমি সংক্রান্ত বিরোধ থাকায় তাকে সন্দেহ করে বকাঝকা শুরু করে। এসময় কথা কাটাকাটির একপর্যায়ে ধারালো দা দিয়ে স্বর্ণাবালী ও তার লোকজন সোবাহানের ওপর ঝাপিয়ে পড়ে। দা-এর আঘাতে সোবাহান গুরুতর জখম হলে স্থানীয় লোকজন উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নকলা থানার ওসি গোলাম মুরশিদ বলেন, জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে এ খুনের ঘটনা ঘটেছে। এ ব্যাপারে নিহতের স্ত্রী মাজেদা খাতুন বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। ঘটনাস্থল থেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করা হয়েছে।