রাজশাহী থেকে কাজী শাহেদ: রাজশাহীর দুর্গাপুর উপজেলার খ্রিষ্টান পল্লীতে তাপস পান্নাকে (৩৫) কুপিয়ে হত্যা করেছেন স্ত্রী তৃণা লাকড়া । ঝগড়ার এক পর্যায়ে হাসুয়া দিয়ে কুপিয়ে স্বামীকে হত্যা করেন স্ত্রী। পুলিশ তৃণাকে গ্রেফতার করেছে। শনিবার গভীর রাতে উপজেলার পানানগর ইউনিয়নের মহিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) পরিমল কুমার চক্রবর্তী জানান, নিহত তাপস মহিপাড়ায় শ্বশুর বাড়িতে সস্ত্রীক থাকতেন। শনিবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে স্ত্রী তৃণা ক্ষুদ্ধ হয়ে হাসুয়া দিয়ে স্বামী তাপস পান্নাকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করেন। বাড়ির অন্য লোকেরা বিষয়টি টের পেয়ে আশঙ্কাজনক অবস্থায় তাপসকে উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় রবিবার সকালে নিহতের স্ত্রী তৃণা লাকড়াকে আটক করেছে পুলিশ।