ঝিনাইদহ থেকে জাহিদুর রহমান: ঝিনাইদহের শৈলকুপায় বড়দাহ গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’গ্রপের সংঘর্ষে ১ জন নিহত হয়েছে। নিহত আব্দুর রসিদ বিশ্বাস (৩৫) বড়দাহ গ্রামের আকেজ বিশ্বাসের ছেলে। স্থানীয় সুত্রে জানা গেছে, সোমবার সকাল থেকে শুরু করে বর্তমান ইউপি সদস্য আনোয়ার ও সাবেক ইউপি সদস্য নজরুলের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের একপর্যায়ে আনোয়ার গ্রুপের আব্দুর রসিদ বিশ্বাস দুপুর ১টার নিহত হয়, সংঘর্ষে আহত হয় ১৫ জন।
আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের ঘটনায় আনোয়ারকে গ্রেফতার করেছে পুলিশ। সংঘর্ষের বিষয়ে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ হাসেম খান জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে ১ জন নিহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কেউ মামলা দায়ের করেনি বলে থানা সুত্রে জানা গেছে।