নেত্রকোনা থেকে মীর মনিরুজ্জামান: নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার বিরামপুর গ্রামের মুক্তিযোদ্ধা কানু চন্দ্র তালুকদার হত্যার দায়ে দুই জনের মৃত্যুদণ্ড আদেশ দিয়েছেন আদালত। অন্য একটি মামলায় কেন্দুয়া উপজেলার আরামবাগ গ্রামে এ্যাসিড নিক্ষেপের অভিযোগে একজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদের হয়েছে।
সোমবার নেত্রকোনার অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মো. আব্দুল হামিদ পৃথক দুইটি মামলায় তাদের এই দণ্ড দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার পাবই গ্রামের বকুল মিয়া ও একই উপজেলার বিরামপুর গ্রামের মো. আনোয়ার হোসেন। যাবজ্জীবনপ্রাপ্ত ব্যক্তি হলেন নেত্রকোনার কেন্দুয়া উপজেলার পিজাহাতী গ্রামের ইসলাম উদ্দিন। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো পাঁচ বছর করে সশ্রম কারাদেণ্ডর আদেশ দিয়েছেন আদালত।
আদালত সূত্রে জানা যায়, পূর্বশত্রুতার জের ধরে ২০০৮ সালের ৫ মে রাতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা বিরামপুর গ্রামের মুক্তিযোদ্ধা কানুচন্দ্র তালুকদারকে তার বসতঘরে ঢুকে কুড়াল দিয়ে কুপিয়ে খুন করে। এছাড়া যাবজ্জীবনপ্রাপ্ত আসামি পূর্ব শত্রুতার জের ধরে ২০০০ সালের ৭ জুন রাতে কেন্দুয়া উপজেলার আরামবাগ বিমল পালের শরীর এসিড মেরে ঝলসে দেয়।