রংপুরে জাতীয় শ্রমিক লীগের হরতাল বিরোধী মানববন্ধন সমাবেশ

রংপুর থেকে জয়নাল আবেদীন: বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের টানা অবরোধ ও হরতালের নামে দেশব্যাপী নাশকতা ও প্রেট্রোলবোমায় সাধারণ মানুষ হত্যার প্রতিবাদে সোমবার বিভাগীয় নগরী রংপুরের ৬টি পয়েন্টে মানববন্ধন এবং সমাবেশ করেছে জাতীয় শ্রমিক লীগ।

uvs150209-001
অবরোধ ও হরতালের প্রতিবাদে রংপুরে মানববন্ধন এবং সমাবেশ করেছে জাতীয় শ্রমিক লীগ

দুপুরে নগরীর প্রেসক্লাব চত্তর, লালবাগ, কলেজ রোড, কাচারীবাজারসহ ৬টি পয়েন্টে মানববন্ধন হয়। সমাবেশ চলাকালে বক্তারা বলেন, দেশে নাশকতার রাজনীতি চলছে। এতে সাধারণ নিরীহ মানুষ মরছে। বেগম খালেদা জিয়াকে নাশকতা ও অবরোধ প্রত্যাহারের দাবি জানান বক্তারা। সেই সঙ্গে নাশকতা বন্ধে প্রধানমন্ত্রীকে আরো কঠোর হওয়ার আহবান জানানো হয়।

সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগের সভাপতি ফজর আলী,  সাধারণ সম্পাদক ইনছান আলী, আব্দুর রাজ্জাক,অসিত রঞ্জন বাগচিসহ অন্যান্য নেতৃবৃন্দ ।