রংপুরে র‌্যাবের ডিজি: সাধারণ মানুষের সার্বোচ্চ নিরাপত্তার প্রতিশ্রুতি

রংপুর থেকে জয়নাল আবেদীন: র‌্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ বলেছেন যেখানে কারোর হাত পৌঁছায় না সাধারণ মানুষের নিরাপত্তার জন্য প্রয়োজনে আমরা সেখানেও হাত দেব। তিনি বলেন, যারা পেট্রোলবোমা মেরে মানুষ হত্যা করে তারা জঙ্গী। এদেশে একবার আমরা রাষ্ট্রের পৃষ্টপোষকতায় জঙ্গীবাদের মারাত্মক উত্থান দেখেছিলাম। সেটি কিন্তু এদেশের সাধারণ মানুষ ও আইন শৃঙ্খলা বাহিনীই নিশ্চিহ্ন করেছিল। আর এখন যা চলছে তাও নিশ্চিহ্ন করবে দেশের শান্তিপ্রিয় মানুষই। তিনি রোববার বিকেলে পুলিশ অফিসার্স মেস প্রাঙ্গণে রংপুর অঞ্চলে নাশকতা প্রতিরোধ নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন।

র‌্যাবের মহাপরিচালক বলেন,  ৫ জানুয়ারির পর দেশে হত্যাকা-ের সংখ্যা বেড়েছে, তবে ইভেন্ট কমেছে। এসব বন্ধে আমরা আমাদের সামর্থ্যরে সর্বোচ্চ বিন্দু নিংড়ে দিয়ে দেশের নিরাপত্তার জন্য তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছি, দাঁড়াবো। পেট্রোলবোমা মেরে নারী-শিশু হত্যাকারী নরপিশাচ জঙ্গী, সন্ত্রাসী খুনিরা কোনোক্রমেই ক্ষমা পাবে না। একটি পেট্রোলবোমার নাশকতায় হতাহতের ঘটনা গণমাধ্যমে আসলেও, নাশকতার উদ্দেশ্যে শতশত পেট্রোলবোমা নিক্ষেপ বন্ধ করে দেওয়ার খবর তেমন আসে না। সহিংসতা ও নাশকতায় হত্যাকা-ের সংখ্যা বাড়লেও সন্ত্রাসীদের আক্রমণ কৌশলের ধরন কমেছে বলে তিনি জানান।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, রংপুর বিভাগীয় কমিশনার মুহাম্মদ দিলোয়ার বখ্ত, বিজিবি উত্তর-পশ্চিম রিজিওয়ন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল মোঃ মাহফুজুর রহমান, রংপুর রেঞ্জের ডিআইজি হুমায়ুন কবির, র‌্যাব-১৩ অধিনায়ক কিসমত হায়াৎ, জেলা প্রশাসক ফরিদ আহাম্মদ, পুলিশ সুপার আব্দুর রাজ্জাকসহ আইন শৃঙ্খলাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা। বিকালেই তিনি আবার হেলিকপ্টারযোগে ঢাকা ফিরে যান।