শেরপুরে গুটি ইউরিয়ার প্রয়োগ পদ্ধতির ওপর প্রদর্শনী ও মাঠ দিবস

শেরপুর থেকে রেজাউল করিম বকুল: শেরপুরের নকলা উপজেলার চরবসন্তী গ্রামে সবজি ও অন্যান্য ফসল চাষে গুটি ইউরিয়া প্রয়োগ পদ্ধতির ওপর দিনব্যাপী প্রদর্শনী ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। রবিবার আইএফডিসি’র অর্থায়নে এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় আপি-ওয়ালমার্ট অ্যাকটিভিটি এ মাঠ দিবসের আয়োজন করে।

এতে স্থানীয় কৃষাণী আছমা বেগমের আলু আবাদের প্রদর্শনী প্লটের পাশে অনুষ্ঠিত হয় কৃষক-কৃষাণী সমাবেশ। কৃষক ছামিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নকলা উপজেলা কৃষি কর্মকর্তা মো. আশরাফ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন আপি’র ফিল্ড সুপারভাইজার সাবিহা নাজনীন, মনিটরিং অফিসার সেতু মিত্র প্রমুখ। এ মাঠ দিবসে এলাকার ৪০ জন কৃষাণী ও ২০ কৃষক উপস্থিত ছিলেন।