গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) থেকে হাবিবুর রহমান: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে একটি বেসরকারি সংস্থার উদ্যোগে দুদিনব্যাপী কেঁচো সার উৎপাদন ও ব্যবহার বিষয়ে প্রশিক্ষণ শুরু হয়েছে। মঙ্গলবার সকালে বোয়ালিয়া বাজার সংলগ্ন রোজির বাড়িতে এ প্রশিক্ষণ দেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শরিফুল ইসলাম।
অল্প পরিশ্রমে এবং অল্প খরচে কেঁচো সার উৎপাদন এর নিয়ম-কানুন শিখিয়ে দেওয়া হয় প্রশিক্ষণে। ইউরোপিও ইউনিয়নের অর্থায়নে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির উদ্যোগে গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া গ্রামের ২৫ জন মহিলা কেঁচো সার উৎপাদন ও ব্যবহার বিষয়ক প্রশিক্ষণে অংশগ্রহণ করছেন।