দিনাজপুর থেকে রতন সিং: দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ৪৭টি শূন্য আসনে ১৭ ফেব্রুয়ারি ছাত্রছাত্রী ভর্তি করা হবে। বিশ্ববিদ্যালয়ের ২০১৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার অপেক্ষমাণ তালিকার মেধাক্রম অনুসারে এসব খালি আসন পূরণ করা হবে।
ভর্তিচ্ছু ছাত্রছাত্রীদের সকাল ১০টায় অ্যাকাডেমিক ভবন-১ এর কৃষি অনুষদ কনফারেন্সকক্ষে রিপোর্ট করার জন্য বলা হয়েছে। রিপোর্ট করা ছাত্রছাত্রীদের ভর্তিসংক্রান্ত তথ্য জানিয়ে এসএমস করা হবে।
বিশ্ববিদ্যালয়ের ২০১৫ শিক্ষাবর্ষের নবাগত ছাত্রছাত্রীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হবে ২২ ফেব্রুয়ারি। জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ। ওরিয়েন্টেশনে ছাত্রছাত্রীসহ সংশ্লিষ্টদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। ২৩ ফেব্রুয়ারি থেকে লেভেল-১ সেমিস্টার-১ এর ক্লাশ শুরু হবে।