নাশকতার দায়ে খালেদা জিয়াকে গ্রেফতার ও বিচার দাবি বাদশার

রাজশাহী থেকে কাজী শাহেদ: অবরোধ-হরতালের নামে সারাদেশে পেট্রোল বোমা হামলা চালিয়ে মানুষ হত্যা ও নাশকতার দায়ে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে গ্রেফতার ও বিচার দাবি করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি। মঙ্গলবার ( ১০ ফেব্রুয়ারি) বিকালে নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে ওয়ার্কার্স পার্টি আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ দাবি জানান ফজলে হোসেন বাদশা।

ওয়ার্কার্স পার্টির রাজশাহী মহানগর সভাপতি লিয়াকত আলী লিকুর সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা সভাপতি রফিকুল ইসলাম পিয়ারুল, নগর সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামাণিক দেবু ও জেলা সম্পাদক শামসুজ্জোহা প্রমুখ।