পটুয়াখালী থেকে সোহরাব হোসেন: হাইকোর্ট পটুয়াখালী পল্লী বিদ্যুত সমিতির এলাকা-৩ এর পরিচালক পদে নির্বাচন স্থগিত করেছেন। হাইকোর্টের বিচারক মি. বদর উদ্দিন রোববার (৮ ফেব্রুয়ারি) নির্বাচন স্থগিতের এ আদেশ দিলে মঙ্গলবার বিকেলে এ আদেশ পটুয়াখালী পল্লী বিদ্যুত সমিতিতে পৌঁছায়। এ নির্বাচনে এলাকা পরিচালক প্রার্থী মো. আমির হোসেন বাদি হয়ে হাইকোর্টে সিভিল রিভিশন (নং ৯৭/২০১৫) দায়ের করলে হাইকোর্ট ৩ মাসের জন্য এ নির্বাচন স্থগিতের আদেশ দেন। ১১ ফেব্রুয়ারি এ নির্বাচন অনুষ্ঠানের তারিখ ধার্য ছিল।
মামলার বিবরণ থেকে জানা যায়, পল্লী বিদ্যুত সমিতি পরিচালক নির্বাচনে কোন রাজনৈতিক ব্যক্তি নির্বাচন করতে পারবেন না এমন বিধি-নিষেধ থাকা সত্বেও এলাকা ৩ (কালিকপুর এলাকা) পরিচালক পদে পটুয়াখালী সদর উপজেলার জৈনকাঠী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করলে বিধি বহির্ভুতভাবে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। নির্বাচন কমিশনের এ আদেশ চ্যালেঞ্জ করে তার প্রতিদ্বন্দী প্রার্থী মো. আমির হোসেন পটুয়াখালী সহকারি জজ আদালতে ১০/২০১৫ নং সিভিল মোকদ্দমা দায়ের করলে আদালত ১ ফেব্রুয়ারি এ নির্বাচনের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ প্রদান করেন। মিজানুর রহমান আদালতের এ অস্থায়ী নিষেধাজ্ঞার বিরুদ্ধে জেলা জজ আদালতে একমি মিস আপিল দায়ের করেন (নং ৯/২০১৫)। জেলা জজ শুনানী শেষে নির্বাচনের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ স্থগিত করলে আমির হোসেন হাইকোর্টে সিভিল রিভিশন দায়ের করেন।
এ ব্যাপারে নির্বাচন কমিশনার ও পটুয়াখালী পল্লী বিদ্যুত সমিতির পরিচালক এ এফ এম ফজলুল করিম বলেন, হাইকোর্টের আদেশ পেয়েছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।