রাজশাহীতে পেট্রলবোমায় দগ্ধ হেলপারের মৃত্যু

রাজশাহী থেকে কাজী শাহেদ: রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে সাত দিন মৃত্যুর সাথে লড়াই করে হেরে গেলেন ট্রাকের হেলপার শহিদুল ইসলাম (৩৮)। সোমবার বিকালে তার মৃত্যু হয়েছে।  ২ ফেব্রুয়ারি নগরীর নওদাপাড়া এলাকায় লিলি সিনেমা হলের সামনে অবরোধকারীদের ছোড়া পেট্রলবোমায় দগ্ধ হয়েছিলেন তিনি। শহিদুল ইসলামের বাড়ি নগরীর মোলার ডাইংপাড়া এলাকায়।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেলর একেএম নাছির উদ্দিন এ তথ্য নিশ্চিত করে জানান, চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৫টায় মৃত্যু হয় শহিদুল ইসলামের। পেট্রলবোমায় তার শ্বাসনালীর অধিকাংশ পুড়ে যাওয়ায় চেষ্টার পরেও তাকে বাঁচানো যায়নি।

ওই ঘটনায় দগ্ধ হয়ে এখনও বার্ণ ইউনিটে চিকিৎসাধীন আছেন ওই ট্রাকের চালক পবা উপজেলার আলীগঞ্জ এলাকার সাইদুর রহমান। পেট্রোলবোমার আঘাতে সাইদুর রহমানের দুই হাত, মুখ ও পায়ের কিছু অংশ পুড়ে গেছে।