নালিতাবাড়ী থেকে মো. মঞ্জুরুল আহসান: শেরপুরের নালিতবাড়ীর ভালুকাকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুজনকে প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়ার ঘটনায় প্রথম নিয়োগপ্রাপ্ত প্রধান শিক্ষক মহাপরিচালক প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, সাবেক উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারসহ ৮জনের বিরুদ্ধে সহকারী জজ আদালতে একটি মামলা দায়ের করেছেন।
মামলার বিবরণী থেকে জানা গেছে, উপজেলার ভালুকাকুড়া গ্রামের মো. আবু সাঈদ একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপন ও নামকরণের লক্ষ্যে ২০০৭ সালে ৩৩ শতাংস জমি ঐ বিদ্যালয়ের নামে দান করার জন্য অঙ্গীকার করেন। পরে বিদ্যালয় পরিচালনা কমিটি আবু সাঈদকে প্রধান শিক্ষক হিসেবে একই বছরের ২৩ এপ্রিলে নিয়োগ প্রদান করেন।
আবু সাঈদকে প্রধান শিক্ষক, মিনারুজ্জামান কে দ্বিতীয় শিক্ষক এবং অপর দুজন মহিলাকে তৃতীয় ও চথুর্থ শিক্ষক হিসেবে বিদ্যালয় পরিচালনা কমিটি নিয়োগ প্রদান করেন। উল্লেখিত শিক্ষকগণ গত ২০০৭ সালের ২৮ জানুয়ারি বিদ্যালয়ে যোগদান করে পাঠদান শুরু করেন।
দ্বিতীয় শিক্ষক মিনারুজ্জামান গত ২০০৭ সালের ২৩ জানুয়ারি তারিখে প্রধান শিক্ষকের নিয়োগপত্র প্রদর্শন করে আবু সাঈদকে দ্বিতীয় শিক্ষক বানিয়ে নিজেকে প্রধান শিক্ষক হিসেবে দাবি করলে প্রধান শিক্ষক আবু সাঈদ চলতি বছরের ৫ ফেব্রুয়ারি তারিখে মিনারুজ্জামান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, সাবেক উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, ম্যানেজিং কমিটির সভাপতিসহ ৮জনের বিরুদ্ধে আদালতে একটি মামলা দায়ের করেন। মামলা নং ২০/২০১৫।
নালিতাবাড়ী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুর রফিক এর সাথে ফোনে যোগাযোগ করলে তিনি বলেন, একই শিক্ষকের দুটি নিয়োগ হতে পারেনা। আমি বিষয়টি তদন্ত করে দেখবো।
সাবেক নালিতাবাড়ী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম খানের কাছে এ ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, বর্তমান উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তদন্ত করে বিষয়টি দেখবেন।