ওমানে অগ্নিকাণ্ডে লক্ষ্মীপুরের যুবক নিহত

লক্ষ্মীপুর থেকে বেলাল হোসেন জুয়েল : ওমানের একটি কারখানায় অগ্নিকাণ্ডে মো. শিপন (২৫) নামে লক্ষ্মীপুরের কমলনগরের এক যুবক নিহত হয়েছেন। এ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত হয়েছেন কারখার আরও পাঁচ শ্রমিক। তাদের মধ্যে তিনজন বাংলাদেশি এবং দুইজন পাকিস্তানী। তবে তাদের নাম-পরিচয় জানা-যায়নি। ঘটনাটি ঘটে বুধবার (১১ ফেব্রুয়ারি) ভোর রাতে দেশটির উত্তরাঞ্চলীয় শহর বুরইমিতে।

কমলনগরের নিহত যুবক শিপন উপজেলার চরজাঙ্গালীয়া এলাকার আবুল বাশারের ছেলে।

শিপনের পরিবারের বরাত দিয়ে স্থানীয় হাজিরহাট ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের সদস্য ওমর ফারুক বাবুল জানান, ওমান থেকে এক প্রতিবেশী মুঠোফোনে তাদেরকে জানিয়েছেন সোফা তৈরির একটি কারখানায় কাজ শেষে মঙ্গলবার রাতে ছয় শ্রমিকসহ শিপন ঘুমিয়ে পড়েন। ভোররাতে ওই কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে তারা সবাই দগ্ধ হন। এদের মধ্যে শিপনসহ ছয়জন ঘটনাস্থলেই মারা যান। ছযজনের মধ্যে শিপনসহ চারজন বাংলাদেশি এবং অপর দুইজন পাকিস্তানি নাগরিক।

এদিকে, শিপনের মৃত্যুর খবরে তার পরিবারে এখন শোকের মাতম চলছে। পরিবারের উপার্জনক্ষম সন্তানকে হারিয়ে বারবার মূর্ছা যাচ্ছেন তার বাবা ও মা। শোকে আহাজারি করছেন ভাই-বোনসহ অন্যান্য স্বনজরা।