নিয়মিত অভিযানে খুলনায় ৩০ জন আটক

খুলনা থেকে প্রতিনিধি: খুলনায় বিএনপি জোটের হরতালের চতুর্থ দিন শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। তবে রাজপথে ২০ দলের কোনো নেতা-কর্মী দেখা যায়নি। এ দিকে খুলনা মহানগরীতে পুলিশের নিয়মিত অভিযানে ৩০ জনকে আটক করা হয়েছে। বুধবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় মহানগরীর আট থানায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতদের মধ্যে দুজন বিএনপি ও একজন জামায়াত কর্মী রয়েছেন। বাকিরা বিভিন্ন মামলার আসামি।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) বিশেষ শাখার এডিসি মনিরুজ্জামান মিঠু এ তথ্য নিশ্চিত করেছেন। তবে বিএনপি দাবি করেছে নগরীর সোনাডাঙ্গা থানা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ইফতেকার বিশ্বাসসহ তাদের প্রায় পাঁচজনকে আটক করা হয়েছে।

এ দিকে হরতাল চলাকালে বুধবার খুলনা থেকে দূরপাল্লার উদ্দেশ্যে কোনো পরিবহন ছেড়ে যায়নি। তবে নগরীতে ছোট-খাটো যানবাহন চলেছে। হরতাল ও অবরোধকে কেন্দ্র করে নগরীতে প্রায় তিন হাজার পুলিশ, বিজিবি, র‌্যাবসহ অন্যান্য আইন-শৃংখলা বাহিনী নিয়মিত টহল অব্যাহত রেখেছে।

এ দিকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম শফিকুল আলম মনা অভিযোগ করেন, গত কয়েকদিনে মহানগরীতে পুলিশ প্রায় ৩০টি মিথ্যা মামলা দায়ের করেছে। ইতোমধ্যে তাকেসহ জেলার শীর্ষ নেতাদের নামে বিভিন্ন থানায় গাড়ি পোড়ানোসহ বিভিন্ন মামলা করেছে। যার মধ্যে ২০দলীয় জোটের প্রায় দেড় সহস্রাধিক নেতা-কর্মীকে আসামী করা হয়েছে। তাছাড়া প্রতিদিন গ্রেপ্তার করা হচ্ছে। ইতোমধ্যে প্রায় ৭০০ থেকে ৮০০ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ নেতা-কর্মীদের বাড়ি বাড়ি তল্লাশী চালাচ্ছে।