নেত্রকোনায় বাস উল্টে ২৫ যাত্রী আহত

নেত্রকোনা থেকে মীর মনিরুজ্জামান: নেত্রকোনা-মোহনগঞ্জ সড়কের সতরশ্রী এলাকায় বুধবার যাত্রীবাহী বাস উল্টে কমপক্ষে ২৫ জন আহত হয়েছে। গুরুতর আহত পাঁচ জনকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এরা হলো নেত্রকোনা সদর উপজেলার মেদনী গ্রামের সুমা (১৮), মোহনগঞ্জ উপজেলার পরিতোষ (৪৫), সুনামগঞ্জ জেলার ধরমপাশা উপজেলার সৈয়দপুর গ্রামের আজহারুল ইসলাম (৪৫), কামাল হোসেন (৩৫) ও মাহাবুব (২৫)। আহত বাকি যাত্রীরা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

পুলিশ ও এলাকাবাসী জানায়, দুপুর ১২টার দিকে মোহনগঞ্জ থেকে নেত্রকোনাগামী একটি যাত্রীবাহী বাস সতরশ্রী এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি টেম্পুকে সাইড দিতে গিয়ে বাসটি রাস্তার পাশে উল্টে পড়ে।