পাবনা থেকে স্বপন কুমার কুন্ডু: পাবনার সুজানগরে ট্রাকের ধাক্কায় মা ও ছেলেসহ নসিমনের ৬ যাত্রী মারা গেছে। গুরুতর আহত হয়েছে আরও ৪ জন। বুধবার সকালে উপজেলার আমিনপুর থানার আহমেদপুর ইউনিয়নের আহমেদ অটো গ্যারেজের সামনে পাবনা-নগরবাড়ি মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, আহসান উল্লাহ (৬০), রুনা খাতুন (১৬) বণ্যা খাতুন (১০), আব্দুল মতিন মীর (৫০) , আসমা খাতুন (৪৫) ও তার ছেলে মাসুদ রানা (১৪)। আমিনপুর থানার ওসি জানান, সকাল সাড়ে ৮টার দিকে একটি নসিমন ৮/১০ জন যাত্রী বোঝাই করে আরো যাত্রীর জন্য অপেক্ষা করছিল। এসময় পাবনা হতে সিরাজগঞ্জগামী একটি দ্রুতগতি সম্পন্ন ট্রাক পিছন থেকে নসিমনটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আহসান উল্লাহ, রুমা খাতুন ও মাসুদ রানা মারা যায়। পরে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে বণ্যা খাতুন, আব্দুল মতন মীর এবং আসমা খাতুনের মৃত্যু হয়। গুরুতর আহত আরও ৪ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সুজানগরের উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত হোসেন জানান, নিহতদের লাশ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রশাসনের পক্ষ হতে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিবারকে ১০ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে।