ঈশ্বরদী (পাবনা) থেকে স্বপন কুমার কুন্ডু: ঈশ্বরদীতে মৈত্রী এক্সপ্রেস ট্রেনে পেট্রোলবোমা নিক্ষেপসহ অটোরিক্স্রায় অগ্নিসংযোগ ও অন্যান্য নাশকতামূলক ঘটনার প্রেক্ষিতে মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে আইন-শৃংখলা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে পাবনার জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দিন বলেন, কোনো অবস্থাতেই সন্ত্রাসী কার্যক্রমে জড়িতদের ছাড় দেয়া হবে না। তাদের জন্য কারাগারে দুটি রুম খালি রাখা আছে। উন্মুক্ত জায়গায় জ্যারিকেনে পেট্রোল বিক্রি আজ থেকে বন্ধ। নাশকতাকারীদের তালিকা আমাদের কাছে আছে। সব ধরা হবে বলে তিনি জানান।
পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ বলেন, যে দলের লোকই সন্ত্রাস করবেন তাকে ছাড় দেয়া হবে না। কঠোর হস্তে দমন করা হবে। ঈশ্বরদীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা গুলোতে অতিরিক্ত আনসার নিয়োগের জন্য তিনি নির্দেশ দেন। সভায় আরও বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মকলেছুর রহমান মিন্টু, সাবেক চেয়ারম্যান নুরুজ্জামান বিশ্বাস, ভাইস চেয়ারম্যান মাহজেবিন শিরিন পিয়া, মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রাজ্জাক, সাংবাদিক আলাউদ্দিন আহমেদ, ইউপি চেয়ারম্যান আতিয়ার রহমান, পৌরসভার প্যানেল মেয়র আনোয়ার হোসেন জনি প্রমুখ। সভায় ঈশ্বরদীর সকল গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের প্রধান, স্থানীয় পত্রিকার সম্পাদক, সাংবাদিক, ইউপি চেয়ারম্যান ও উপজেলা প্রশাসনের সকল উচ্চ পদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।