মধুপুরকে জেলা করার দাবিতে মানববন্ধন

মধুপুর (টাঙ্গাইল) থেকে আব্দুল্লাহ্ আবু এহসান: টাঙ্গাইলের মধুপুর উপজেলাকে জেলা করার দাবিতে এবং ময়মনসিংহ বিভাগকে স্বাগত জানিয়ে বুধবার টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে উপজেলা সদরের আনারস চত্বর থেকে প্রায় তিন কিলোমিটার দীর্ঘ মানববন্ধন করেছে মধুপুর জেলা বাস্তবায়ন পরিষদ।

মধুপুরকে অবিলম্বে জেলা ঘোষণা এবং নবঘোষিত ময়মনসিংহ বিভাগকে স্বাগত জানিয়ে মানববন্ধনে বক্তব্য রাখেন মধুপুর প্রেসক্লারের সভাপতি অধ্যাপক গোলাম ছামদানি, মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক জেহাদী, জেলা বাস্তাবায়ন পরিষদের সদস্য সচীব পৌর  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ প্রমুখ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার পরিমল কান্তি গোস্বামী ধনবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনছার আলী, মধুপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুস ছাদাৎ নোমান, মধুপুর ট্রাক ও কভার্ডভ্যান ড্রাইভার্স ইউনিয়ন’র সম্পাদক আনিছুর রহমান হীরা, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বাবলু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি পলাশ মিয়া, উপজেলা ছাত্রদল আহবায়ক মোতালেব হোসেন ফকির প্রমুখ।

madhupur 11
মধুপুর উপজেলাকে জেলা করার দাবিতে মানববন্ধন

মানববন্ধনে বক্তাগণ বলেন, আমরা ১৯৯১ সাল থেকে জেলার দাবিতে আন্দোলন করে আসছি। তারই ধারাবাহিকতায় ২০১২ সালে প্রস্তাবিত মানচিত্রসহ মাননীয় প্রধানমন্ত্রী এবং সংশ্লিষ্ট দপ্তরে স্মারকলিপি প্রদান করা হয়েছে। তারা আরও বলেন, ২৬ জানুয়ারি মাননীয় প্রধানমন্ত্রীর ময়মনসিংহ বিভাগ ঘোষণায় দীর্ঘদিনের আন্দোলনের স্বীকৃতি মিলল। এজন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ। পাশাপাশি এ অঞ্চলের দীর্ঘদিনের গণদাবি পূরণ করতে প্রধানমন্ত্রীর পদক্ষেপ কামনা করছি এবং আমরা ঢাকা নয়, ময়মনসিংহ বিভাগেই থাকতে চাই।

মানববন্ধনে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও নানা শ্রেণী পেশার কয়েক হাজার মানুষ অংশ নেয়।