মধুপুর থেকে আব্দুল্লাহ্ আবু এহসান: টাঙ্গাইলের মধুপুরে বুধবার (১১ ফেব্রুয়ারি) হেরোইন ব্যবসায়ী আ. বাছেদকে পাঁচ মাসের জেল দিয়েছে ভ্রাম্যমান আদালত। মধুপুর উপজেলার বোয়ালী গ্রামের কেরামত আলীর ছেলে আ. বাছেদকে (৩৫) হেরোইনসহ আটক করে এলাকাবাসী পুলিশে সোপর্দ করেন। এ সময় ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মধুপুর উপজেলার ইউএনও মুকতাদির আজিজ তাকে পাঁচ মাসের জেল দেন।