শেরপুর থেকে হাকিম বাবুল: শেরপুরের নালিতাবাড়ীতে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত ও তিনজন আহত হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১১ টার দিকে দাওধারা-কাটাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রমজান আলী (৪২) একজন মাদ্রসা শিক্ষক বলে জানা গেছে। গুরুতর আহত অবস্থায় রুহুল আমিন ও জয়ফল মিয়াকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এবং শামসুন্নাহারকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, নালিতাবাড়ীর দাওধারা কাটাবাড়ি এলাকায় বুধবার সকালে মাদ্রাসা শিক্ষক রমজান আলীর সাথে জয়ফল মিয়ার কথাকাটির জের ধরে এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এসময় উভয়পক্ষের লোকজন দেশীয় ধারালো অস্ত্র নিয়ে প্রতিপক্ষকে আক্রমণ করলে ঘটনাস্থলে রমজান আলী নিহত ও তার ভাই রুহুল আমিনসহ উভয়পক্ষের তিনজন আহত হয়। স্থানীয়রা অভিযোগ করে, রজমান আলী তার কয়েকভাই ও সহযোগী নিয়ে এলাকায় প্রভাব ও আধিপত্য বিস্তার করে আসছিল। তার অত্যাচারের ভয়ে এলাকার লোকজন অতিষ্ট হয়ে ওঠেছে। বুধবার সকালেও সে জয়ফল মিয়াকে তার কথার অবাধ্য হওয়ায় গালিগালাজ করে। পরে জয়ফল মিয়ার পরিবার ও রমজান আলীর লোকজনের মধ্যে সংঘর্ষ বাঁধে।
এ ব্যাপারে নালিতাবাড়ী থানার ওসি একেএম মনিরুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত ও তিনজন হন আহত হওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে।