কুলাউড়ার সংরক্ষিত বনে জোড়া অজগর অবমুক্ত

মৌলভীবাজার থেকে আজিজুল ইসলাম: সিলেটের একটি চা বাগান থেকে ধরা পড়া  ১৩ ফুট লম্বা দুটি অজগর সাপ কুলাউড়ার সংরক্ষিত বনে ছেড়ে দেওয়া হয়েছে।  বৃহস্পতিবার সকালে সিলেটের টিলাগড়ের ডলডলি চা বাগানের সেকশন থেকে এলাকাবাসীর হাতে সাপ দুটি ধরা পড়ে।

python at sylhet
অবমুক্ত করার আগে অজগর মেপে দেখছেন বন বিভাগের কর্মীরা।

বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা প্রভাত কুসুম আচার্য্য জানান, সাপ দুটি সিলেটে ধরা হলেও সেখানে সংরক্ষিত বনাঞ্চল না থাকায় সেগুলোকে কুলাউড়ায় এনে ছেড়ে দেওয়া হয়। এ কর্মকর্তা ছাড়াও সাপ অবমুক্ত করার সময় উপস্থিত ছিলেন কুলাউড়ার ডেপুটি রেঞ্জার রিয়াজ উদ্দিন, ফরেস্ট গার্ড মুজিবুর রহমান, আকবর হোসেন, পিএম রনেন্দ্র দাস ও জাহিদ হোসেন।