খুনের পর তালাবদ্ধ ঘরে দু দিন ধরে নারীর লাশ, অভিযুক্ত স্বামীর আত্মহত্যার চেষ্টা

মৌলভীবাজার থেকে আজিজুল ইসলাম: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া চা বাগানে স্বামীর হাতে লসমী কূর্মী (১৮) নামের এক নারী খুন হয়েছেন। সোমবার (৯ ফেব্রয়ারি) তাকে হত্যা করে ঘর তালা মেরে রাখে স্বামী রাজু কূর্মী। মৃতদেহ থেকে গন্ধ ছড়িয়ে পড়লে দুদিন পর হত্যাকাণ্ডের কথা জানাজানি হয়। এরপর অভিযুক্ত রাজু (২২) গলায় দা চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। চিকিৎসাধীন অবস্থায় পুলিশ তাকে আটক করেছে।

পুলিশ এবং শমশের নগর ইউনিয়নের চেয়ারম্যানের কাছ থেকে জানা গেছে, সোমবার কোনো একসময় রাজু নির্যাতন করে লসমীকে হত্যা করে ঘরে তালা মেরে দেয়। বুধবার গলিত মৃতদেহের গন্ধ ছড়িয়ে পড়লে প্রতিবেশীরা খোঁজ নিতে থাকে। বেলা তিনটার দিকে রাজু ঘরের তালা খুলে চিৎকার করে দাবি করতে থাকে যে, লসমী বিষপানে আত্মহত্যা করেছে।

সন্ধ্যায় রাজু আত্মহত্যার চেষ্টা করে। আহত রাজুকে ক্যামেলিয়া ডানকান হাসপাতালে নিয়ে গেলে অতিরিক্ত রক্তক্ষরণের জন্য পরে তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। বৃহস্পতিবার তাকে আটক করে পুলিশ।

শমশেরনগর পুলিশ ফাঁড়ির কর্মকর্তা সহকারী পরিদর্শক মতিউর রহমান জানান, মৃতদেহের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার জন্য পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের হবে বলে জানান তিনি।