নোয়াখালী থেকে মামুন চৌধুরী: পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সমাবর্তন অনুষ্ঠান আয়োজনের দাবিতে বৃহস্পতিবার মানববন্ধন করেছে নোয়াখালী সরকারি কলেজের শিক্ষার্থীরা।
এ সময় শিক্ষার্থীরা বলেন, ৩০ দিনের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালের সমাবর্তন অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা না হলে ১০ মার্চ দেশব্যাপী জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সব কলেজে মানববন্ধন করা হবে । ওইদিন ক্লাস বর্জন র্কমসূচিও পালন করবে শিক্ষার্থীরা। পাশাপাশি মাসব্যাপী সমাবর্তনের পক্ষে গণস্বাক্ষর সংগ্রহ চলবে।
সরকারে কাছে ২০ লক্ষাধিক জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষার্থীর পক্ষ থেকে সমাবর্তনের দাবি করেন তারা।
মানববন্ধনে নোয়াখালী সরকারি কলেজের শিক্ষার্থীদের মাঝে উপস্থিত ছিলেন, হাবিবুর রহমান হাবিব, আনিসুর জামান চৌধুরী, আমরে কাউসার বাবু, আশরাফুল আলম শাকিল, আবদুস সালাম, তোফাজ্জেল হোসেন, আবদুল হালিম, সিয়াম মাহমুদ, মো. রাফাতসহ অন্যরা।