দিনাজপুর থেকে রতন সিং: দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের ঘোড়াঘাট উপজেলার হরিপাড়ায় বৃহস্পতিবার সকালে হরতালকারীরা মাল বোঝাই ২টি ট্রাক ভাংচুর করেছে। হরতাল-অবরোধে বিচারিক কার্যক্রম চলবে কি না সেজন্য ডাকা আইনজীবী সমিতির সাধারণ সভা কোন সিদ্ধান্ত ছাড়াই ভন্ডুল হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৮টায় অবরোধকারীরা দিনাজপুর থেকে ছেড়ে আসা মাল বোঝাই ২টি ট্রাকে ঘোড়াঘাট উপজেলার হরিপাড়ায় ইটপাটকেল নিক্ষেপ করে ট্রাকের কাঁচ ভাংচুর করেছে। তবে এতে কেউ আহত হয়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসার আগেই অবরোধকারীরা পালিয়ে যায়।
হরতাল-অবরোধে দিনাজপুরে জেলা জজশীপের অধীনস্থ আদালতগুলোতে বিচারিক কার্যক্রম চলবে কি-না সেজন্য বৃহস্পতিবার দুপুরে জেলা আইনজীবী সমিতির সভাপতি আজিজুল ইসলাম জুগলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক একরামুল আমিনের পরিচালনায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়। প্রায় ৪৫ মিনিট স্থায়ী সভায় আওয়ামী লীগ ও বিএনপিপন্থী আইনজীবীদের উত্তপ্ত বাক্যবিনিময় ও বাদানুবাদের ফলে কোন সিদ্ধান্ত ছাড়াই সভা ভন্ডুল হয়ে যায়। সভায় ২ পক্ষের মারমুখী ও উত্তেজনাপূর্ণ আচরণের কারণে সভাপতি কোন সিদ্ধান্ত ছাড়াই সভা শেষ করেন এবং আওয়ামী আইনজীবী সদস্যরা তীব্র প্রতিবাদ জানিয়ে সভা থেকে বেরিয়ে আসেন।
আওয়ামী আইনজীবী পরিষদের সভাপতি পিপি হামিদুল ইসলাম জানান, রোববার থেকে সকল আদালতে বিচারিক কার্যক্রম চলবে। প্রয়োজনে আদালত চত্বরে আইন প্রয়োগকারী সংস্থার নজরদারী ও টহল জোরদার করা হবে। বিচার প্রার্থীরা যেন হয়রানীর শিকার না হন সে জন্যই বিচার কার্যক্রম পরিচালনা করা হবে।