ভোলা থেকে জুন্নু রায়হান: ভোলায় মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে শহরের ওয়েস্টার্ন পাড়া এলাকা থেকে পুলিশ ৫টি পেট্রোলবোমা উদ্ধার করেছে। তবে এর সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ।
ভোলার সহকারী পুলিশ সুপার (এসএসপি সার্কেল) রামানন্দ সরকার বলেন, দুর্বৃত্তরা নাশকতার জন্যে একটি জায়গায় কয়েকটি পেট্রলবোমা এনেছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ওয়েস্টার্ন পাড়া এলাকার রিজার্ভ পুকুর পাড়ে মঙ্গলবার গভীর রাতে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা সুপারি বাগানের ভিতরে দৌড়ে পালিয়ে যায়। পরে দুর্বৃত্তদের ফেলে যাওয়া ৫টি পেট্রলবোমা উদ্ধার করে পুলিশ। বুধবার সকালে বোমাগুলো নিষ্ক্রিয় করা হয় ।