রংপুরে চিকিৎসা বিষয়ক বইয়ের মোড়ক উন্মোচন

রংপুর থেকে জয়নাল আবেদীন: আধুনিক চিকিৎসা শাস্ত্রের সহায়ক হিসেবে ‘ক্লিনিক্যাল মেথডস এ ম্যানুয়াল অব হিস্টোরি টকিং এন্ড ক্লিনিক্যাল এক্সজামিনেশন’ নামের একটি নতুন বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে রংপুরে।

RANGPUR BOI MOROK
আনুষ্ঠানিকভাবে বইয়ের মোড়ক উন্মোচন

বৃহস্পতিবার রংপুর কমিউনিটি মেডিকেল কলেজের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে বইয়ের মোড়ক উন্মোচন করেন রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. জাকির হোসেন। এসময় বইয়ের লেখক ডা. রতীন্দ্র নাথ মন্ডল জানান, ইংরেজি লেখকদের চেয়ে তার এই বইয়ে আধুনিক চিকিৎসার সকল বিষয় সহজভাবে উপস্থাপন করা হয়েছে। মানুষের প্রতিটি অঙ্গ-প্রতঙ্গের  ছবি স্পষ্ট করে তুলে ধরা হয়েছে। বইয়ের মোড়ক উন্মোচন  অনুষ্ঠানে বিশেষজ্ঞ চিকিৎসক বক্তারা বলেছেন এ ধরনের বই বাংলাদেশে এটিই প্রথম এবং এ বইটি মেডিকেলের তৃতীয় এবং পঞ্চম বর্ষের ছাত্র-ছাত্রীদের মেডিসিন পড়ায় অনেক সহায়ক হবে।

বক্তব্য রাখেন রংপুর কমিউনিটি মেডিকেল কলেজের  ভাইস প্রিন্সিপাল ডা: ওয়াদুদ মোস্তফা, প্রফেসর ডা: লাইক আহমেদ খান, প্রফেসর ডা: নুরুল ইসলাম, ডা: রাকিবুল ইসলাম, ডা: অমরেশ কুমার সাহা , প্রফেসর আবু তালেব, ডা: বিডি বিধু ,ডা: নুরন্নবী লাইজু রংপুর কমিউনিটি মেডিকেল কলেজের উপ-ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল আল আমিন ।