রাজনীতিবিদদের কাছে জীবন ভিক্ষা চাইছে দেশের সাধারণ মানুষ: এরশাদ

রংপুর থেকে জয়নাল আবেদীন: জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, নির্বাচনের সময় রাজনীতিবিদরা সাধারণ মানুষের কাছে ভোট ভিক্ষা করেন আর এখন রাজনীতিবিদদের কাছে জীবন ভিক্ষা চাচ্ছেন দেশের সাধারণ মানুষ।

RANGPUR earsad. PHOTO 12.02.2015jpg
রংপুর সফরে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এরশাদ।

আজ বৃস্পতিবার দুপুরে রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। এরশাদ বলেন, পরহিংসার রাজনীতিতে মানুষ এখন অসহায়। আওয়ামী লীগ ও বিএনপির ক্ষমতার দ্বন্দ্বে দেশ এখন ধ্বংসের মুখে। তিনি এই সংকট থেকে উত্তরণের কোনো পথ দেখছেন না বলেও মনে করেন তিনি।

তিনি আরো বলেন, এ পরিস্থিতিতে দেশের মানুষ জাতীয় পার্টিকে আবারো ক্ষমতায় দেখতে চায়। সেই লক্ষ্যে জাতীয় পাটি তাদের কর্মপরিকল্পনা করেছে। আগামী মার্চ মাস থেকে দলগোছাতে সারাদেশে তৎপরতা শুরু করার কথাও বলেন তিনি।

চারদিনের সফরে এরশাদ রংপুরে কয়েকটি কর্মসুচিতে অংশ নেবেন।