১৫ ফেব্রুয়ারি থেকে শেরপুরে ডিজিটাল মেলা

শেরপুর থেকে হাকিম বাবুল: শেরপুরে ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ডিজিটাল উদ্ভাবনী মেলা। শেরপুর সরকারি মহিলা কলেজ প্রাঙ্গণে তিনদিন এ মেলা চলবে। জাতীয় সংসদের হুইপ মো. আতিউর রহমান আতিক এ মেলা উদ্বোধন করবেন।

আজ বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানানো হয়। জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিস আয়োজিত এ প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন জানান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন প্রকল্পের আওতায় তথ্য-প্রযুক্তি জ্ঞানসম্পন্ন দক্ষ জনশক্তি গড়ে তুলতে এ মেলার আয়োজন করা হয়েছে।

press brief on digital fair in sherpur
ডিজিটাল মেলা সম্পর্কে জানাচ্ছেন শেরপুর জেলা প্রশাসক।

ডিজিটাল মেলায় সরকারি ই-সেবা, ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও এনজিওর ২৩টি স্টল থাকবে। এছাড়া সেবাসংক্রান্ত প্রামাণ্যচিত্র প্রদর্শন, অনলাইন ক্যুইজ, বিতর্ক ও রচনা প্রতিযোগিতা এবং মাল্টিমিডিয়া ক্লাশরুম, ইনোভেশন ও আউটসোর্সি সংক্রান্ত সেমিনারের আয়োজন করা হয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত  ৭টা পর্যন্ত খোলা থাকবে।

প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. হায়দর আলী, জেলা তথ্য অফিসার আল ফয়সাল, সহকারী তথ্য অফিসার মো. জালাল উদ্দিনসহ অন্যরা বক্তব্য রাখেন।