অজ্ঞাতনামা লক্ষ্মীর নীরব মৃত্যু

একমাস ধরে তিনি চিকিৎসাধীন ছিলেন কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে। ১২ জানুয়ারি দুপুরে আনুমানিক ৮০ বছরের বেশি জীর্ণশীর্ণ এ নারীকে কারা যেন হাসপাতালে রেখে যায়। হয়তো দয়া। হয়তো অবহেলা।

ডাক্তারদের দাবি, স্বজনরা তাঁকে রেখে পালিয়ে গেছে। হাসপাতালের দোতলার বারান্দায় ঠাঁই হয় তাঁর। মঙ্গলবার তাঁর মৃত্যু হয়। মৃত্যুর কারণ অপুষ্টি আর বার্ধক্য, জানালেন হাসপাতালের প্রশাসক ডা. আবদুর রহিম।

এ বৃদ্ধার কোনো পরিচয় উদ্ধার করতে পারেনি কেউ। কারো সঙ্গে কোনো কথা বলতেন না তিনি। নাম জিজ্ঞেস করলে অস্পষ্ট উত্তর আসত- লক্ষ্মী। তবে তাঁর নাম আসলেই লক্ষ্মী কি-না নিশ্চিত হতে পারেননি ডাক্তাররা।

অজ্ঞাতনামা হিসেবেই মারা গেলেন লক্ষ্মী। ডা.আব্দুর রহিম জানান, তিনি হিন্দু না মুসলমান তাও জানতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ।

কলাপাড়া থানার এস আই মো. আমিরুল ইসলাম জানান, মৃতদেহ পৌর কর্তৃপক্ষ সৎকারের ব্যবস্থা করবে। যেহেতু তাঁর কোনো ওয়ারিশ পাওয়া যায়নি, তাই আইনি প্রক্রিয়া সম্পন্ন করে রাখা হয়েছে।

মিলন কর্মকার রাজু, কলাপাড়া