জাহিদুর রহমান, ঝিনাইদহ: বড় বোনের দায়ের করা মামলার পর আদালতের নির্দেশে পুনরায় ময়না তদন্তের জন্য মৃত্যুর একমাস পর কবর থেকে পুলিশের বিশেষ শাখার উপ-পরিদর্শক (এসআই) আকরাম হোসেনের লাশ তোলা হয়েছে।
বৃহস্পতিবার সকালে ঝিনাইদহ পৌর কবরস্থান তাঁর লাশ তোলার সময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকবাল হোসেন, নুর নাহার বেগম, সদর হাসপাতালের মেডিকেল অফিসার আরিফ হাসান। এসময় আকরাম হোসেনের স্বজনরাও উপস্থিত ছিলেন।
গত ২৮ ডিসেম্বর রাত এগারোটার দিকে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে শৈলকুপার বড়দাহে দুর্ঘটনায় মারাত্মক আহত হন আকরাম। চিকিৎসাধীন অবস্থায় ১৩ জানুয়ারি তাঁর মৃত্যু হয়।
আকরামের বড় বোন জান্নাত আরা পারভীন রিনি ২০ জানুয়ারি ঝিনাইদহ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, আকরামের স্ত্রী বনানী ও স্ত্রীর প্রেমিক মুন লোকজন নিয়ে আকরামকে কুপিয়ে মারাত্মক আহত করে। এ ঘটনাকে পরে সড়ক দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়া হয় বলে মামলায় অভিযোগ আনা হয়।