রংপুরে ২ পেট্রোলবোমাসহ ৩ ছাত্রদল কর্মী আটক

রংপুর থেকে জয়নাল আবেদীন: র‌্যাব-১৩ রংপুরে পেট্রোলবোমাসহ মুন্না, জহির এবং লেলিন নামের তিন জন ছাত্রদলকর্মীকে আটক করেছে। র‌্যাব জানায়, আটককৃতরা রংপুর নগরির বিভিন্ন সরকারি দফতরে হামলার পরিকল্পনা করেছিলো।

এর আগেই বৃহস্পতিবার রাতে নগরির খামারপাড়া এলাকা থেকে ২টি পেট্রোলবোমাসহ তাদের আটক করে র‌্যাব । এ সময় তারা ট্রাকে বোমা হামলা চালানোর জন্য ওত পেতে ছিলো।

rangpur RAB photo 13.02.2015...... 1
পেট্রোলবোমাসহ তিন ছাত্রদলকর্মীকে আটক করেছে র‌্যাব

শুক্রবার  সন্ধ্যায়  র‌্যাব ১৩ কার্যালয়ে এক প্রেস ব্রিফিং এ র‌্যাবের কমান্ডিং অফিসার  কর্নেল কিসমত হায়াৎ খান জানান আটককৃতরা তাদের স্বীকারোক্তিতে জানিয়েছে মহানগরি বিএনপির একজন নেতার নির্দেশে তারা  এসব নাশকতার পরিকল্পনা করেছিলো