রাজনগরে জলমহাল নিয়ে দু’পক্ষে সংঘর্ষে আহত ২৫

মৌলভীবাজার থেকে আজিজুল ইসলাম: শুক্রবার মৌলভীবাজারের রাজনগরে কাউয়াদীঘি হাওরের কাপনিয়া বিলে দু’পক্ষের সংঘর্ষে কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। রাজনগর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কাউয়াদীঘি হাওরের জলমহাল ‘কাপনিয়া বিল’ খাস কালেকশনের জন্য নেন শাহপুর গ্রামের ফজর আলী। এ বিলের জমি নিয়ে ফতেহপুর ইউনিয়নের চরকার পাড় গ্রামের হাজি রফিক মিয়ার সঙ্গে পুর্ব বিরোধ রয়েছে। বিলের ইজারাদর ফজর আলী দাবি করেন, শুক্রবার সকালে ওই বিলে যান চরকার পাড় গ্রামের আব্দুল কাদির ও তার লোকজন। এ সময় ইজারাদারের পক্ষের লোকজন তাদেরকে বাঁধা দেয়। এতে উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং ইটপাটকেল নিক্ষেপ করেন।
বিলের ইজারাদার ফজর আলী জানান, আমার ইজারা নেওয়া বিল থেকে চরকার পাড় গ্রামের রফিক হাজির লোকজন মাছ ধরতে গেলে আমার লোকজন বাঁধা দেন। এ সময় তার লোকজন আমার লোকদের মারধর করে।
এদিকে হাজি রফিক মিয়া জানান, সরকারিভাবে লিজ দেওয়া বিলে এখনো পানি রয়েছে। ইজাদারের লোকজন সাধারণ কৃষকদের হয়রানি করছে। সংঘর্ষের আব্দুল কাদির (৪০), মনাফ মিয়া (৬০), আব্দুর রহিম (৫০), আফতরী বেগম (৪০), আমীর আলী (৩৫), কুটি মিয়া (৩২), রেমান আলী (৫৫), আরফান (৩৫), আব্দুল মজিদ (৩২), আশ্বব আলী (৫৫), আব্দুল আলী (৩৫), রব মিয়া (৬০), রানা মিয়া (৩৬), সুহেল মিয়া (৩৫), সরফরাজ আলী (৫৫), আব্দুল মালিক (৩৮), মিনাজ মিয়া (৪৫), ফটিক মিয়া (৩৭), শামিম (৩২), সুহেল মিয়া (৩০), ফারুক মিয়া (৪০), শামিম মিয়া (৪৫), মঞ্জুর আলী (৪০) আহত হন। গুরুতর আহত আফতরী বেগম, আমির আলী, আব্দুল কাদিরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাজনগর থানার এসআই হিল্লোল রায় জানান, সরকারি কাপনিয়া বিল নিয়ে ইজারাদার ও চরকারপাড় গ্রামের হাজি রফিক মিয়ার লোকজনের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।