শ্রীমঙ্গলে নৈশপ্রহরীকে খুন করে ডাকাতি

মৌলভীবাজার থেকে আজিজুল ইসলাম : মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মহসীন মিয়ার মালিকানাধীন দুটি প্রতিষ্ঠানে শুক্রবার ভোররাতে ডাকাতি হয়েছে। ডাকাতরা নৈশ প্রহরীকে খুন করে নগদ টাকা লুট করে নিয়ে যায়।

নিহত নৈশপ্রহরী হারুন মিয়া শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোন ইউনিয়নের নোয়াবাড়ি এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, ভোররাতে শহরের শ্যামলী আবাসিক এলাকায় শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মহসীন মিয়ার মালিকানাধীন জালালাবাদ ফ্লাওয়ার মিল ও মহসীন টি এন্ড হোল্ডিং কোম্পানি লিমিটেডে ডাকাতরা হানা দেয়। এ সময় তারা অফিসের বারান্দায় ঘুমন্ত নৈশ প্রহরী হারুন মিয়াকে হাত-পা বেঁধে গলায় ছুরিকাঘাত করে হত্যা করে। এরপর অফিসের দরজা ভেঙে ভেতরে ঢুকে দুইটি স্টিলের আলমারি ভেঙ্গে নগদ প্রায় সাড়ে তিন লাখ টাকা নিয়ে যায়।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল জানান, পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ময়না তদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে বলে জানান ওসি।