গফরগাঁও (ময়মনসিংহ) থেকে আতউর রহমান মিন্টু: অপহরণের ৮মাস পর বৃহস্পতিবার রাত ৯টার দিকে বাহরাইন প্রবাসী শহীদকে অজ্ঞান অবস্থায় গফরগাঁও রেলওয়ে ষ্টেশন থেকে উদ্ধার করা হয়েছে।
গফরগাঁও উপজেলার বগুয়া গ্রামের শহীদ (৬০) প্রায় ৩৫ বছর যাবৎ বাহরইন প্রবাসী। গত বছরের মে মাসে ছুটিতে আসলে সাভার এলাকা থেকে তিনি অপহৃত হন। বৃহস্পতিবার রাত ৯ টার দিকে অজ্ঞান অবস্থায় গফরগাঁও রেলষ্টেশনে দেখতে পেয়ে এলাকাবাসী বাড়িতে খবর দিলে লোকজন এসে শহীদকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।