খুলনা থেকে প্রতিনিধি: খুলনার ফুলতলা উপজেলায় নগর পরিবহনে পেট্রোলবোমা হামলার ঘটনায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে হুকুমের আসামি করে একটি মামলা দায়ের হয়েছে। মামলার বাদী হয়েছেন ফুলতলা থানার উপ-পরিদর্শক খায়রুল বাশার। ফুলতলা থানার ওসি মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এ মামলার নিন্দা জানিয়েছেন বিএনপি এবং ২০ দলীয় জোটের নেতৃবৃন্দ।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটায় ফুলতলা উপজেলার দামোদর প্রাইমারি স্কুলের সামনে খুলনা-যশোর মহাসড়কে একটি নগর পরিবহনে কে বা কারা পেট্রোলবোমা ছোড়ে। এ সময়ে যাত্রীরা নেমে গেলেও চালক দ্রুত নামতে যেয়ে আহত হয়। তবে বাসটি আগুণন পুড়ে ক্ষতিগ্রস্ত হয়।
এঘটনার পর পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করলেও শুক্রবার সন্ধ্যায় মামলার বিষয়টি জানাজানি হয়। মামলায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির নির্বাহী সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এসএম শফিকুল আলম মনা, জেলা বিএননপির সাংগঠনিক সম্পাদক আমীর এজাজ খানসহ জেলার ৫৪জনকে আসামি করা হয়েছে। এ মামলায় আরো ৬০ থেকে ৭০জন অজ্ঞাত আসামি রয়েছেন।
বেগম খালেদা জিয়াকে আসামি করে মামলা দায়েরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা বিএনপি ও ২০ দলের নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ বলেন,অবৈধ সরকার তার বিদায় বেলায় চরম প্রতিহিংসার রাজনীতিতে মেতে উঠেছে। নেতৃবৃন্দ অভিযোগ করেন,খালেদা জিয়াকে আসামি করার জন্য ষড়যন্ত্রের অংশ হিসেবে ফুলতলায় নগর পরিবহনে পেট্রোলবোমা হামলা চালানো হয়েছে।
নেতৃবৃন্দ অতিউৎসাহী পুলিশ কর্মকর্তাদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, জনগণের টাকায় বেতন নিয়ে জনতার বিরুদ্ধে ও গণতন্ত্রের বিপক্ষে অবস্থান নেওয়া থেকে বিরত থাকুন। নেতৃবৃন্দ অবিলম্বে মামলা প্রত্যাহার ও জনগণের শান্তিপূর্ণ কর্মসূচি পালনের সুযোগ দানের আহবান জানিয়ে বলেন,অন্যথায় জনগণই ঠিক করে নেবে তারা কীভাবে তাদের অধিকার আদায় করতে হয়।
বিবৃতিদাতারা হলেন ২০দলীয় জোটের খুলনা জেলা কমিটির আহবায়ক ও জেলা বিএনপির সভাপতি অধ্যাপক মাজিদুল ইসলাম, যুগ্ম আহবায়ক মাওলানা এমরান হোসাইন, অ্যাডভোকেট লতিফুর রহমান লাবু, আলহাজ্ব মো. লোকমান হাকিম, মাওলান ইমদাদুল হক, অধ্যাপক ফকির রেজাউদ্দিন, সদস্য সচিব অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা, সদস্য অ্যাডভোকেট গাজী আব্দুল বারী, অধ্যাপক ডা. গাজী আব্দুল হক, আমির এজাজ খান, মোল্লা আবুল কাশেম প্রমুখ।