জাহিদুর রহমান, ঝিনাইদহ: ২০ দলীয় জোটের অবরোধের মধ্যে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঝিনাইদহ জেলা বিএনপি।
শনিবার সকাল সাড়ে নয়টায় শহরের উজির আলী স্কুলের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল এইচএস সড়ক প্রদক্ষিণ করে মডার্ন মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মতলেব মিয়া, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এস এম মশিউর ও সাজেদুর রহমান পপ্পু, মীর ফজলে এলাহী শিমুলসহ অন্যরা। এসময় তারাবেগম খালেদা জিয়াসহ নেতা-কর্মীদের নামে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবি জানান।
এদিকে নাশকতার আশংকায় শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে শহর থেকে দুজন বিএনপি ও জামায়াত কর্মীকে আটক করে পুলিশ।
শৈলকুপায় তিন ফেরারি আসামি আটক
ঝিনাইদহের শৈলকুপা থানা পুলিশ শনিবার ভোররাতে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত তিন আসমি আটক করেছে। আটককৃতরা হলেন শৈলকুপা উপজেলা গোলকনগর গ্রামের আজিজুল মোল্লা (৪০), টুটুল বিশ্বাস (৩৫) ও ছাত্তার বিশ্বাস (৫৫)। পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ হাসেম খান জানান, উপজেলার গোলকনগর গ্রাম থেকে তাদের আটক করে। এদের বিরুদ্ধে একটি মামলায় আদালত থেকে ওয়ারেন্ট জারি করা হয়েছিল।