ফিঞ্চ-ম্যাক্সওয়েলের পর মিচেলত্রয়ী, ইংল্যান্ডকে নাস্তানাবুদ করে ছাড়ল অস্ট্রেলিয়া

এবারের বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক ও প্রথম পাঁচ উইকেট শিকারি স্টিভেন ফিন। খাদের কিনারে দাড়িয়ে জেমস টেইলরের অপরাজিত ৯৮ রান। মেলবোর্নে এ দুটোই শুধুমাত্র ইংল্যান্ড দলের বিজ্ঞাপন হয়ে থাকল চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়া দলের বিরুদ্ধে। এ গ্রুপের দ্বিতীয় ম্যাচের বাকি সবটুকুই অস্ট্রেলিয়ার। ১১১ রানের বিশাল জয় তুলে নিয়েছে স্বাগতিকরা।

টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। ডেভিড ওয়ার্নার ও অ্যারন ফিঞ্চের ধুন্ধুমার শুরুর পর ঝড় তোলেন অধিনায়ক জর্জ বেইলি (৫৫), গ্লেন ম্যাক্সওয়েল (৪০ বলে ৬৬) আর ব্র্যাড হ্যাডিন (১৪ বলে ৩১)। উদ্বোধনী ব্যাটসম্যান অ্যারন ফিঞ্চ এবারের বিশ্বকাপের প্রথম শতক হাঁকান। ৩৭তম ওভারে আউট হবার আগে ম্যান অব দ্য ম্যাচ ফিঞ্চের সংগ্রহ ১২৮ বলে ১৩৫। চার মেরেছেন ১২টি আর ছয় তিনটি। অস্ট্রেলিয়ার সংগ্রহ হয়ে যায় পাহাড়সম। নয় উইকেটে ৩৪২। আজকের দুই ম্যাচের দ্বিতীয় ৩০০ পেরোনো ইনিংস।

during the 2015 ICC Cricket World Cup match between England and Australia at Melbourne Cricket Ground on February 14, 2015 in Melbourne, Australia.
ইয়ান বেলের উইকেট নেওয়ার পর মিচেল মার্শের উদযাপন।

জবাব দিতে নেমে পঞ্চম ওভারেই মইন আলীকে হারিয়ে ধাক্কা খায় ইংল্যান্ড। মিচেলত্রয়ীরর সাঁড়াশি বোলিংয়ে এ ধাক্কা আর সামলে উঠতে পারেনি তারা। অষ্টম উইকেট জুটিতে ওকস আর টেইলরের প্রায় শতরানের পার্টনারশিপ পরাজয়ের ব্যবধান কমিয়েছে। শেষ পর্যন্ত ৪১ ওভার পাঁচ বলে থেমে যায় তাদের ইনিংস। সংগ্রহ মাত্র ২৩১। আজকের অপর ম্যাচে হেরে যাওয়া শ্রীলংকা দলের মতো ইংল্যান্ডও পুরো ৫০ ওভার খেলতে পারেনি।

মিচেল মার্শ মোটামুটি একাকীই ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপে ধস নামান। নয় ওভার বল করে ৩৩ রানে পাঁচ উইকেট দখল। মিচেল স্টার্চ আর মিচেল জনসন নিয়েছেন দুটি করে উইকেট।

সূত্র: ক্রিকইনফো