বিশ্বকাপ ক্রিকেট: বড় জয়ে শুরু স্বাগতিক নিউজিল্যান্ডের

বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক নিউজিল্যান্ড গত আসরের রানার আপ শ্রীলংকাকে ৯৮ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে। শনিবার ক্রাইস্টচার্চে এ গ্রুপের ম্যাচে প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ড ছয় উইকেটে ৩৩১ রানের বিশাল লক্ষ্য দেয় শ্রীলংকাকে। জবাবে ৪৬ ওভার এক বলে সব উইকেট খুইয়ে শ্রীলংকা মাত্র ২৩৩ রান করে।

টসে জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় শ্রীলংকা। মার্টিন গাপটিল আর অধিনায়ক ব্র্যান্ডন ম্যাককলামের উদ্বোধনী জুটিতে ১৫ ওভার পাঁচ বলে ১১১ রান আসে। ম্যাককলাম ১০ চার আর এক ছয়ে ৪৯ বলে ৬৫ ঝড়ো ইনিংস খেলে আউট হন। ছয় নম্বরে ব্যাটিংয়ে নেমে কোরি এ্যান্ডারসন আট চার আর দুই ছয়ে ৪৬ বলে ৭৫ রান তোলেন। অর্ধশতক পেয়েছেন কেন উইলিয়ামসও। তাঁর ব্যাট থেকে আসে ৫৭ রান। শ্রীলংকার পক্ষে সুরঙ্গা লাকমল আর জীবন মেন্ডিস দুটি করে উইকেট নেন।

during the 2015 ICC Cricket World Cup match between Sri Lanka and New Zealand at Hagley Oval on February 14, 2015 in Christchurch, New Zealand.
৬৫ রানে ঝড়ো ইনিংস খেলার পথে মালিঙ্গার বলে ম্যাককলামের ফ্লিক।

জবাবে শ্রীলংকা প্রতিদ্বন্দ্বিতার আভাস জাগিয়ে ব্যাটিং শুরু করে। কিন্তু ড্যানিয়েল ভেট্টোরি ১৩তম ওভারে দিলশানকে ফিরিয়ে দিয়ে শ্রীলংকার প্রতিরোধে চিড় ধরান। দ্বিতীয় উইকেট জুটিতে কুমারা সাঙ্গাকারা আর লাহিরু থিরামান্নে ৫৭ রানের পার্টনারশিপ গড়লেও এরপর নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকে। থিরামান্নের ৬৫ আর অধিনায়ক এঞ্জেলা ম্যাথিউসের ৪৬ শ্রীলংকার সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। শেষ পর্যন্ত তাদের ইনিংস ২৩৩ রানে থেমে যায়। সাউদি, বোল্ট, মিলনে, ভেট্টোরি এবং এ্যান্ডারসন সবাই দুটি করে উইকেট নেন। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন কোরি এ্যান্ডারসন।

সূত্র: ক্রিকইনফো