জয়নাল আবেদীন, রংপুর: যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত কার্যকর করা ,নাশকতা বন্ধে সরকারের পদক্ষেপ গ্রহণ, নিরাপদ পরিবেশে এসএসসি পরীক্ষার ব্যবস্থা গ্রহণ, ২০ দলের লাগাতার অবরোধ দেশব্যাপী নৈরাজ্য, হরতালে পেট্রোল দিয়ে মানুষ হত্যার প্রতিবাদে আজ রোববার রংপুরে নগরে মানবন্ধন এবং সমাবেশ করেছে সুশাসনের জন্য নাগরিক (সুজন) ।
রংপুর প্রেসক্লাবের সামনে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ কর্মসূচি চলে। মানববন্ধনে শান্তি সম্প্রীতির দাবি করেন অংশগ্রহণকারীরা।
এসময় বক্তারা বলেন, হরতাল অবরোধ আন্দোলনের কারণে মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা বিঘ্নিত হচ্ছে । সন্তানদের ভবিষ্যৎ অনিশ্চয়তার দিকে চলে যাচ্ছে। বক্তব্য দেন আকবর হোসেন, রাকিবুল হাসান বুলবুল, হুসনা চৌধুরী, আতোয়ারুজ্জামান লাঞ্চু, অ্যাডভোকেট ইলিয়াছ আহমেদ, নারীনেতা ইরা হক, অ্যাডভোকেট চৈতি, মোফাক্কারুল ইসলাম বেঞ্জু ,সংস্কৃতিক কর্মি আবু লায়েক খান তোতা ।