রেজাউল করিম বকুল, শেরপুর: শ্রীবরদী উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে জোর করে ঢোকার সময় চাপাতিসহ মোসাদ্দেক হোসেন কাউসার (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
শুক্রবার বিকেলে তাকে আটক করা হয়। তিনি স্থানীয় আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী লাল মিয়ার ছেলে।
বিকেলে শহীদ বীর বিক্রম খুররম স্মৃতি মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন শুরু হয়। মোসাদ্দেক হোসেন কাউসার জোরপূর্বক সম্মেলনে প্রবেশের চেষ্টা করে। এ সময় পুলিশ তার শরীর তল্লাশি করে একটি চাপাতি উদ্ধার করে।
লাল মিয়া থানা আওয়ামী লীগের সভাপতি প্রার্থী ছিলেন। শেরপুরের সহকারী পুলিশ সুপার (সার্কেল) শাহজাহান জানান, কাউসারকে জিজ্ঞাসাবাদের জন্য গোয়েন্দা কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে।