মধুপুর (টাঙ্গাইল) থেকে আব্দুল্লাহ্ আবু এহসান: টাঙ্গাইলের মধুপুর ও ধনবাড়ীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা করেছে উন্নয়ন সংগঠন নিজেরা করি’র ভূমিহীন সংগঠনের সদস্যরা। শনিবার মধুপুর বাসস্ট্যান্ডে মানববন্ধনে শপথ পাঠ করান অঞ্চল সভাপতি আমজাদ হোসেন আকন্দ।
মধুপুর উত্তরা আবাসিক এলাকায় আঞ্চলিক কার্যালয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভূমিহীন নেতা আব্দুল মান্নান। বক্তব্য রাখেন নিজেরা করি’র বিভাগীয় টিম প্রশিক্ষক সবিতা কস্তা, কর্মসূচি সংগঠক আল আমিন, ভূমিহীন নেতা আব্দুল বারেক, শাহনাজ পারভীন,স্বপ্না বেগম প্রমুখ।
অপরদিকে ধনবাড়ী বাসস্ট্যান্ডের মানববন্ধনে অংশগ্রহণকারীদের শপথ বাক্য পাঠ করান নিজেরা করি’র ঢাকা বিভাগীয় সমন্বয়ক মুক্তিযোদ্ধা খন্দকার শামসুল আলম। স্থানীয় কার্যালয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভূমিহীন সমিতি’র সভাপতি ভূমিহীন নেতা কছিম উদ্দিন।