রাজশাহী থেকে কাজী শাহেদ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, খালেদা জিয়া দশম সংসদ নির্বাচনের পরে জনবিচ্ছিন্ন হয়ে পড়েছেন। তাই জনগণের চোখ তার দিকে ফেরাতে হরতাল-অবরোধের নামে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করেছেন। বিএনপি-জামায়াতের সহিংসতার বলি হচ্ছে দেশের খেটে খাওয়া সাধারণ মানুষ। তবে কোনো অপশক্তির কাছেই মাথা নত করা হবে না। শনিবার বিকালে রাজশাহীর টাউন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পেট্রলবোমায় নিহত ট্রাক হেলপার পিন্টু সরকারের স্মরণে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, পিন্টু কোন রাজনৈতিক দলের নেতা নয়। তাহলে কেন তাকে হত্যা করা হলো। পিন্টু তার ছোট্ট শিশুটির মুখে খাওয়ার তুলে দিতেই ট্রাকে গিয়েছিল। তাহলে তার এমন মৃত্যুর দায় কে নেবে? প্রতিমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার জনগণের সরকার। বিদেশি শক্তির কাছে ধর্ণা দিয়ে কোন কাজ হবে না। দেশি-বিদেশি কোন শক্তির কাছেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাথা নত করবেন না। মানুষকে পেট্রোলবোমা, ককটেল নিক্ষেপ করে হত্যা বন্ধ না করলে জনগণই খালেদাকে ধাওয়া করবে।
চারঘাট উপজেলার ইউসুফপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শফিউল আলম রতনের সভাপতিত্বে শোক সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল সাবরিন, চারঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফকরুল ইসলাম, সদর ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান মধু ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মিজানুর রহমান আলমাস।