ঝিনাইদহ থেকে জাহিদুর রহমান: ঝিনাইদহে নাশকতা সৃষ্টির প্রস্তুতিকালে দুই বিএনপি নেতাকর্মীকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে আওয়ামী লীগ নেতা-কর্মীরা। শনিবার দুপুর ২টার দিকে সদর উপজেলার তেতুলতলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আটককৃতরা হল সদর উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক, চুতলা গ্রামের মৃত সমশের আলীর ছেলে জুলফিকার আলী ভুট্টো (২৮) ও বিএনপি কর্মী একই এলাকার আবু সুলতানের ছেলে ইউনুস আলী (৪৫)। সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জে এম রশিদুল আলম রশিদ জানান, নাশকতার প্রস্তুতি নিচ্ছিল এমন সংবাদে আমার নেতকর্মীরা তেতুলতলা এলাকা থেকে তাদের আটক করে গণপিটুনি দেয়। পরে আমি ঘটনাস্থলে গিয়ে তাদের পুলিশে সোপর্দ করি। ঝিনাইদহ সদর থানার এসআই আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে তেতুলতলা বাজার এলাকা থেকে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছি।