দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৬

দিনাজপুর থেকে রতন সিং: দিনাজপুরে পৃথক ২টি সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত এবং ৬ জন আহত হয়েছে। আহতদের দিমেক মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দিনাজপুর পুলিশ কন্ট্রোল রুম জানায়, শনিবার সকাল ১০টায় সদর উপজেলার ৬নং আউলিয়াপুর ইউনিয়নের দাড়াইল গ্রামের মৃত কসির উদ্দীনের পুত্র হাসমত আলী (৩৫) বাই সাইকেলে শহর থেকে বাসায় ফিরছিলেন। শহরের পুলহাটে পেছন থেকে চলন্ত ভটভটি ধাক্কা দিলে হাসমত গুরুতর আহত হয়। তাকে গুরুতর অবস্থায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দুপুর ২টায় তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ব্যাপারে কোতয়ালী থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে।

এদিকে গতকাল শনিবার দুপুর দেড়টায় উপশহর এলাকার জিয়া হার্ট ফাউন্ডেশনের সম্মুখের রাস্তায় একটি ইজি বাইককে মাল বোঝাই ট্রাক ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ইজিবাইকের চালকসহ ৬ জন- শিবলী (১৮), হাবিব (২৫), সেলিম (২০), নোমান (২২), রায়হান (২৫) ও রিফাত (২১) গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।