বরিশাল থেকে এম.মিরাজ হোসাইন: দেশব্যাপী বিনএনপি-জামায়াতের অবরোধ-বোমাহামলা-হত্যা-সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে রোববার নগরীর প্রাণকেন্দ্র সদর রোডে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা যুবলীগের সভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পদাক তালুকদার মো. ইউনুস এমপি, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আতাউর রহমান আতা ও ফারুক হোসেন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফজলুল কবির শাহিন, মহানগর যুবলীগ নেতা মেজবাহউদ্দিন জুয়েল ও কেন্দ্রীয় যুবলীগ নেতা সেরনিয়াবাত সাদিক আব্দুল¬াহসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, বিএনপি নেতৃত্বাধীন ২০ দল জঙ্গিদের মত অজ্ঞাত স্থান থেকে বিবৃতি পাঠিয়ে হরতাল-অবরোধের ডাক দিয়ে চোরাগুপ্তা হামলা চালিয়ে হত্যাযজ্ঞে মেতে উঠেছে। জনসম্পৃক্ততা ছাড়াই তারা আন্দোলনের নামে দেশে নৈরাজ্য সৃষ্টি করছে। তাদের বিরুদ্ধে দেশাবাসীকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তারা। বিকেলে সমাবেশ শুরুর পূর্বে নগরীর বিভিন্ন স্থান থেকে মিছিল সহকারে নেতাকর্মীরা সমাবেশস্থলে যোগ দেন।